বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চাকরিতে ঢোকার বয়স ৩৫ বছর করতে সংসদে নোটিস

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ ও অবসরের বয়স ৬২ বছর করার জন্য জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিস দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। নোটিশটি সংসদের আইন শাখা-২ এ জমা হয়েছে। নোটিসে বিধি মোতাবেক বলা হয় যে, ‘সংসদের অভিমত এই যে, সরকারি-বেসরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর ও অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর করা হোক।’ এ প্রসঙ্গে সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকেদের বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি তরুণ সমাজের দীর্ঘদিনের। এটি আমার কাছেও একটি যৌক্তিক দাবি বলে মনে হয়। এ জন্য সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ দিয়েছি। নোটিশটি গৃহীত হলে বেসরকারি দিবসে আগামী ২৫ এপ্রিল তা সংসদে উপস্থাপিত হতে পারে। আগামী ২৪ এপ্রিল বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর