বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মুজিবনগর দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

মুজিবনগর দিবস  উদযাপিত

মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -বাংলাদেশ প্রতিদিন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রাজধানী ঢাকা ও মেহেরপুরসহ সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার প্রদান, কুচকাওয়াজ প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। মুজিবনগর দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী,  প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা : মুজিবনগর দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মো. হারুন উর রশীদ, মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আলহাজ শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, ভাইস চেয়ারম্যান মো. মমিনুল হক, আহমেদ উল্লাহ রতন, মো. ছিদ্দিক মোল্লা, নাজির আহমেদ চৌধুরী মাকছুদ, কমান্ডার নজরুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান মো. আবদুল হাই প্রমুখ।

সর্বশেষ খবর