বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খালেদার গ্যাটকো মামলায় শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৩০ এপ্রিল ধার্য করেছে আদালত। গতকাল অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত দিন থাকলেও খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। ফলে পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন শুনানির নতুন এই তারিখ নির্ধারণ   করেন। এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আদালতে আসামির উপস্থিতি ছাড়া চার্জ শুনানি করা আইনসম্মত নয়। তাই, চার্জ?শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তারা। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করতে পারেননি। যেহেতু তিনি অসুস্থ, তাই এ মামলার চার্জ শুনানির জন্য নতুন আরেকটি তারিখ দিয়েছে আদালত।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে মামলাটি তদন্ত করে জোট সরকারের প্রভাবশালী ৯ জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ খবর