শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পিরোজপুরে বাঁধ নির্মাণের আশ্বাস দুই মন্ত্রীর

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

এ সময় তারা নদীভাঙনের শিকার মানুষের ভোগান্তির কথা শোনেন এবং এসব এলাকায় বাঁধ নির্মাণের আশ্বাস দেন। গতকাল সকালে তারা স্পিডবোটযোগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন তাদের সঙ্গে ছিলেন। দুপুরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর-বৈঠাকাটা সড়কের ৫০০০ মিটার চেইনেজে কালিগঙ্গা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, নাজিরপুরের দেউলবাড়ী, কলারদোয়ানিয়া ও মালিখালী ইউনিয়নের লোকজন সরাসরি নাজিরপুর হয়ে পিরোজপুর সদরসহ দেশের বিভিন্ন স্থানে খুব সহজেই যাতায়াত করতে পারবে। এ ছাড়া চাষিরা দেশের বিভিন্ন এলাকায় সবজি পাঠাতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর