বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

চাকরি জাতীয়করণ না হলে কঠোর হুঁশিয়ারি ইউসিসিএ কর্মীদেরং

নিজস্ব প্রতিবেদক

ঈদের আগেই পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মূল কর্মসূচির আওতায় ৪৯০ উপজেলায় কর্মরত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) কর্মচারীদের চাকরি জাতীয়করণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনের নেতারা। চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. দুলাল মিয়া, সাধারণ সম্পাদক শেখ ফেরদাউসসহ কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর বিআরডিবির কার্যক্রম স্থগিত করে রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সামনে আমরণ অনশনসহ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

 

সর্বশেষ খবর