সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা
অনলাইন মার্কেটিং

ধরা পড়েছে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক

নিজস্ব প্রতিবেদক

অনলাইন মার্কেটিংয়ের নামে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা আবদুস সালাম পলাশকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পলাশ রেক্স আইটি ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ১০ মে রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি বলছে, পলাশ দীর্ঘদিন ধরে বিনিয়োগের ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে ২০০ কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছেন। পলাশের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মানিলন্ডারিং, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গতকাল দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান।

আউট সোর্সিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের নামে প্রতারণা করে আসছিলেন পলাশ।

সর্বশেষ খবর