বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

বিশ রমজান থেকে ঈদ পর্যন্ত খোঁড়াখুঁড়ি বন্ধ : মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘২০ রমজান থেকে ঈদ পর্যন্ত নগরজুড়ে রাস্তা খোঁড়াখুঁড়ি সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। এ ব্যাপারে ওয়াসাসহ সব সেবাধর্মী প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ গতকাল সকালে চসিকের কনফারেন্স হলে প্রকৌশল বিভাগের এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল  ইসলাম মানিক, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, কামরুল ইসলাম, আনোয়ার হোছাইন প্রমুখ।

সিটি মেয়র বলেন, ‘নগরজুড়ে ওয়াসার খোঁড়াখুঁড়িতে চসিকের সঙ্গে কোনো সমন্বয় নেই। এ কারণে নগরবাসীকে ভোগান্তি সইতে হয়। রমজান মাসে এ ধরনের ভোগান্তি কারও কাম্য নয়। কিন্তু খোঁড়াখুঁড়িতে চসিককেই দোষারোপ করেন নগরবাসী। তাই চট্টগ্রাম ওয়াসা যেসব সড়কে খোঁড়াখুঁড়ি চালাচ্ছে আগামী শনিবার থেকে সেখানে ফেসওয়ার্ক শুরু করতে হবে। তা ছাড়া রাস্তা কাটতে হলে ওয়াসাকে ২০ রোজার আগেই তা সম্পন্ন করতে হবে।’

সর্বশেষ খবর