সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

রিকশায় চড়ে অভিযানে মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়রের জন্য নির্ধারিত গাড়িটি নষ্ট। মেরামতের জন্য সেটি ছিল গ্যারেজে। তবু দমে গেলেন না মেয়র আরিফুল হক চৌধুরী। নিজের বাসা থেকে রিকশায় চড়েই অভিযানে গেছেন তিনি। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর নয়াসড়ক পয়েন্টে ফুটপাথ দখলমুক্ত করতে এ অভিযান চালান আরিফ। সিসিক সূত্রে জানা গেছে, সিলেট নগরীর গুরুত্বপূর্ণ নয়াসড়ক পয়েন্ট এলাকায় ফুটপাথ দখল করে রেখেছিল হকাররা। এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছিলেন স্থানীয়রা। এর আগে  একাধিকবার হকারদের ফুটপাথের দখল ছাড়তে বলেছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। তবে হকাররা তাতে কর্ণপাত করেনি।  এরপর শনিবার রাতে নগরীর কুমারপাড়ার নিজ বাসা থেকে রিকশায় চড়ে নয়াসড়ক এলাকায় যান মেয়র। সেখানে ফুটপাথ দখল করে রাখা হকারদের উচ্ছেদ করেন তিনি। অভিযানকালে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর