বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা
স্মরণানুষ্ঠানে বক্তারা

সুরই সুবীর নন্দীকে বাঁচিয়ে রাখবেন

সাংস্কৃতিক প্রতিবেদক

সুরের জাদুতে এ দেশের অগণিত সংগীতানুরাগীদের মোহিত করেছিলেন সুবীর নন্দী। সুবীর নন্দী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এসব কথাই বললেন অনুষ্ঠানের বক্তারা। শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। এ সময় শিল্পীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বিশিষ্টশিল্পীরা।

প্রসঙ্গত, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ মে না ফেরার দেশে চলে যান সুবীর নন্দী। এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চার দশকের সংগীত জীবনে প্রায় আড়াইহাজার গান উপহার দিয়েছিলেন এদেশের সংগীতানুরাগীদের। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও জাতীয় পুরস্কার অর্জন করেন।

সর্বশেষ খবর