বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত দেশে যেভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই ধারায় আগামীতে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আসন্ন পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে জন্য ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিশনের ভূমিকা প্রত্যাশা করে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন রাজশাহী-২ আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির এ নেতা। বাদশা বলেন, পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং ভোটাররা যাতে তাদের ভোটাধিবার প্রয়োগ করতে পারেন। বিগত নির্বাচনগুলোর মতো পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন হলে রাজনৈতিক আন্দোলনের প্রশ্নে ভোটাধিকার গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হবে। বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি চায়, আগামী ১৮ জুন উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা অংশগ্রহণমূলক হোক এবং এতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। নির্বাচনে জনগণ যদি তার ভোট পছন্দের প্রার্থীকে দিতে না পারে, তাহলে ওয়ার্কার্স পার্টি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। সাবেক এ ছাত্রনেতা বলেন, গত উপজেলা নির্বাচনগুলোতে মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে যেতে দেওয়া হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবে জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখা ঠিক নয়। মানুষ ক্ষুব্ধ হয়েছে। মানুষকে আবার ভোটকেন্দ্রমুখী করতে হলে নির্বাচন কমিশনের ভূমিকা আছে। পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন সেই ভূমিকা রাখবে বলে ওয়ার্কার্স পার্টি মনে করে। শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে এনিয়ে দলটির পক্ষ থেকে আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা