বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত দেশে যেভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই ধারায় আগামীতে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আসন্ন পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে জন্য ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিশনের ভূমিকা প্রত্যাশা করে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন রাজশাহী-২ আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির এ নেতা। বাদশা বলেন, পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং ভোটাররা যাতে তাদের ভোটাধিবার প্রয়োগ করতে পারেন। বিগত নির্বাচনগুলোর মতো পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন হলে রাজনৈতিক আন্দোলনের প্রশ্নে ভোটাধিকার গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হবে। বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি চায়, আগামী ১৮ জুন উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা অংশগ্রহণমূলক হোক এবং এতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। নির্বাচনে জনগণ যদি তার ভোট পছন্দের প্রার্থীকে দিতে না পারে, তাহলে ওয়ার্কার্স পার্টি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। সাবেক এ ছাত্রনেতা বলেন, গত উপজেলা নির্বাচনগুলোতে মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে যেতে দেওয়া হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবে জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখা ঠিক নয়। মানুষ ক্ষুব্ধ হয়েছে। মানুষকে আবার ভোটকেন্দ্রমুখী করতে হলে নির্বাচন কমিশনের ভূমিকা আছে। পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন সেই ভূমিকা রাখবে বলে ওয়ার্কার্স পার্টি মনে করে। শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে এনিয়ে দলটির পক্ষ থেকে আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
শিরোনাম
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
- বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪ শতাংশ
উপজেলা নির্বাচন
পঞ্চম ধাপে সুষ্ঠু ভোট চান বাদশা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর