বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত দেশে যেভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই ধারায় আগামীতে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আসন্ন পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে জন্য ওয়ার্কার্স পার্টি নির্বাচন কমিশনের ভূমিকা প্রত্যাশা করে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন রাজশাহী-২ আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির এ নেতা। বাদশা বলেন, পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং ভোটাররা যাতে তাদের ভোটাধিবার প্রয়োগ করতে পারেন। বিগত নির্বাচনগুলোর মতো পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন হলে রাজনৈতিক আন্দোলনের প্রশ্নে ভোটাধিকার গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হবে। বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি চায়, আগামী ১৮ জুন উপজেলা পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা অংশগ্রহণমূলক হোক এবং এতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। নির্বাচনে জনগণ যদি তার ভোট পছন্দের প্রার্থীকে দিতে না পারে, তাহলে ওয়ার্কার্স পার্টি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। সাবেক এ ছাত্রনেতা বলেন, গত উপজেলা নির্বাচনগুলোতে মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে যেতে দেওয়া হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবে জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখা ঠিক নয়। মানুষ ক্ষুব্ধ হয়েছে। মানুষকে আবার ভোটকেন্দ্রমুখী করতে হলে নির্বাচন কমিশনের ভূমিকা আছে। পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন সেই ভূমিকা রাখবে বলে ওয়ার্কার্স পার্টি মনে করে। শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে এনিয়ে দলটির পক্ষ থেকে আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার