বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

এবার চাঁদা উঠছে ট্রাক টার্মিনালের সামনে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এবার চাঁদা উঠছে ট্রাক টার্মিনালের সামনে

কয়েকদিন ধরে রাজশাহী ট্রাক টার্মিনালের সামনে এভাবেই প্রকাশ্যে চাঁদা আদায় শুরু হয়েছে - বাংলাদেশ প্রতিদিন

রাজশাহী মহানগরীর ভিতর আগে তিনটি স্থানে পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা তোলা হতো। রাজশাহী ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই চাঁদা তুলতো। তিন স্থানের মধ্যে সম্প্রতি নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ের চাঁদা তোলা বন্ধ করে দেয় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তারপর থেকে শুধু নগরীর শিরোইল বাস টার্মিনাল ও তালাইমারী মোড়ে চাঁদা তোলা হতো। কিন্তু কয়েকদিন থেকে রাজশাহী ট্রাক টার্মিনালের সামনেও চাঁদা আদায় শুরু হয়েছে। ট্রাক টার্মিনালের ‘টার্মিনাল           ফি’ ছাড়াও দুই শ্রমিক সংগঠনের নামে টোকেন দিয়ে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। গতকাল সরজমিনে গিয়ে দেখা গেছে, ট্রাক টার্মিনালের সামনেই নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল। ট্রাক টার্মিনালের ভিতরে ট্রাক থেকে ‘টার্মিনাল ফি’ আদায় করা হচ্ছে। আর টার্মিনালের বাইরে সড়কে ট্রাক ও বাস থেকেও শ্রমিক ইউনিয়নের নামে আলাদা চাঁদা আদায় করা হচ্ছে।

পরিবহন শ্রমিকদের মৃত্যুকালীন অনুদান, কন্যাদায়, শিক্ষাবৃত্তি ও চিকিৎসার কথা উল্লেখ করে টোকেন দিয়ে ট্রাক ও বাস থেকে ওই চাঁদা তোলা হচ্ছে। সাধারণ শ্রমিকদের অভিযোগ, পুলিশ প্রশাসনকে ‘ম্যানেজ’ করে শ্রমিক নেতারা চাঁদা তুলছেন। অথচ দুই শ্রমিক সংগঠনের তহবিলে তেমন টাকা নেই। নানা খরচের অজুহাতে চাঁদার সিংহভাগ অর্থ শ্রমিক নেতারা লুটপাট করেন বলেই অভিযোগ সাধারণ শ্রমিকদের।

সর্বশেষ খবর