শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

১০০ টাকায় খুলনা ও সিলেটে পুলিশে ৪৬২ জনের চাকরি

প্রতিদিন ডেস্ক

খুলনা ও সিলেট জেলা পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে ১০০ টাকার বিনিময়ে ৪৬২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে খুলনায় ১১৪ ও সিলেটের ৩৪৮ জন। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো তথ্য।

খুলনা : খুলনা জেলা পুলিশে ১০০ টাকার বিনিময়ে ১১৪ জনকে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। মেধার ক্রমানুসারে চূড়ান্ত ফলাফলে সাধারণ কোটা (পুরুষ) ৮১, সাধারণ কোটা (নারী) ১৬, মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ) ১১, মুক্তিযোদ্ধা কোটা (নারী) ১, পোষ্য কোটা        (পুরুষ) ৩, পোষ্য কোটা (নারী) ১ ও এতিম কোটায় ১ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়। নির্বাচিতদের মধ্যে অনেকে দারিদ্রসীমার নিচে বাস করেন। খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম বলেন, কনস্টেবল নিয়োগ পরীক্ষা শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে গ্রহণ করা হয়েছে। আগে থেকেই প্রার্থীদের প্রতারকের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য আহ্বান জানানো হয়। তিনি নির্বাচিতদের মেডিকেলসহ নিয়োগ প্রক্রিয়ার আনুষঙ্গিক ব্যয় নিজে বহনের প্রতিশ্রুতি দেন। সিলেট : অনিয়মের কোনো অভিযোগ ছাড়াই সিলেটে কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে জেলা পুলিশ। সরকারি খরচ মাত্র ১০০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন সিলেটের ৩৪৮ জন। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম। তিনি বলেন, ‘শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা মৌলিক প্রশিক্ষণ শেষে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনকল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবেন বলে আশাবাদী।’

সর্বশেষ খবর