শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

খুলনায় শুরু বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’-এই স্লোগানের মধ্যে দিয়ে খুলনায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল খুলনা সার্কিট হাউস মাঠে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

তিনি বলেন, আমাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষরোপণ ও বন রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। সুন্দরবন আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আসছে। যারা সুন্দরবনকে ধ্বংস করতে চায় তাদের আইনের আওতায় আনতে    হবে। তিনি সবাইকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।

এর আগে সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ৬১টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর