শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বৃষ্টি কপাল খুলে দিয়েছে সবজি বিক্রেতাদের

বাজার দর

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি কপাল খুলে দিয়েছে সবজি বিক্রেতাদের

রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এর কারণ হিসেবে বিক্রেতারা দেখাচ্ছেন বৃষ্টির অজুহাত। তারা দাবি করছেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, তাই দর বেড়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, দুর্ভোগের হলেও এই বৃষ্টি অসাধু ব্যবসায়ী-বিক্রেতাদের কপাল খুলে দিয়েছে। এদিকে গত সপ্তাহে কোনো কারণ ছাড়াই পিয়াজের দর কেজিতে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পায়। তবে সপ্তাহের শেষে এসে কিছুটা কমেছে। গতকাল রাজধানীর খিলক্ষেত, বনানী, মহাখালী, তেজগাঁও, নিকেতন, গুলশান, বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে শসা, টমেটো ও গাজর। বাজার ভেদে শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও গাজর। সপ্তাহের ব্যবধানে শসা ও গাজরের দাম অপরিবর্তিত থাকলেও টমেটোর দাম কিছুটা কমেছে। ১৫ টাকা দরের আলু বিক্রি করতে দেখা  গেছে ২৫ টাকায়, ৭০ টাকা কেজি দরের কাঁচামরিচ ২০০ টাকা, ৪০ টাকার পিয়াজ ৫০ টাকা, ৪০ টাকার বেগুন ৮০  থেকে ১২০ টাকা, ৪০ টাকার কচুর লতি ৬০ টাকা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর