সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা গতকাল জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন।

মন্ত্রণালয় ঘেরাওয়ের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন নেতারা। সমাবেশ শেষে মিছিলসহকারে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এ সময় পুলিশের হামলায় বেশ কয়েকজন নেতা আহত হন। তারা হলেন, কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ফেডারেশনের সম্পাদক জাহিদ সুজন, আশিক, সাকিব, গণসংহতি আন্দোলনের আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাসির উদ্দিন, আরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম অভি। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘেরাওপূর্ব সমাবেশে বক্তারা বলেন, গ্যাস খাতে চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা রোধ করতে পারলে বছরে ১৬ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

সর্বশেষ খবর