বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ছয়টি ওয়াশিং ও একটি প্লাস্টিক কারখানা সিলগালা

পরিবেশ অধিদফতরের অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডা ও সাঁতারকুল এলাকায় অভিযান চালিয়ে ছয়টি ওয়াশিং কারখানা ও একটি প্লাস্টিক কারখানা বন্ধ করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) রুবিনা ফেরদৌসী গতকাল এ অভিযান চালান।

অধিদফতর সূত্র জানায়, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ও ইটিপি নির্মাণ না করেই দীর্ঘদিন যাবত সাঁতারকুল এলাকায় বিভিন্ন ধরনের ওয়াশিং কারখানা গড়ে ওঠে। এসব কারখানা থেকে সৃষ্ট অপরিশোধিত তরল বর্জ্য খালে নির্গমন করে পরিবেশ দূষণ করা হচ্ছিল। আগে এসব কারখানার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়ে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়। তখন তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ করে দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ প্রদান করা হয়েছিল। কিন্তু বার বার তাগাদা দেওয়ার পরও এসব কারখানার কর্তৃপক্ষ ইটিপি নির্মাণ না করেই কারখানা পরিচালনা করে আসছিলেন। পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট টিম গতকাল অভিযান চালিয়ে আশরাফ ওয়াশিং প্ল্যান্ট, প্রাইম ওয়াশিং প্ল্যান্ট, মায়ের দোয়া ওয়াশিং প্ল্যান্ট, স্টার ওয়াশিং (দি শাহীন ডিজাইন), সুমনের ওয়াশিং প্ল্যান্ট, শাইনিং ওয়াশিং প্ল্যান্ট এবং তেজো প্লাষ্টিক নামক কারখানা বন্ধ করে দেয়। একই সঙ্গে এসব কারখানা সিলগালা করে এবং প্রত্যেকটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

সর্বশেষ খবর