বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘যুব ব্রিগেড’ গঠন করবে যুবলীগ

-ওমর ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এলাকাভিত্তিক ‘যুব ব্রিগেড’ গঠন করবে আওয়ামী যুবলীগ। এই ‘যুব ব্রিগেড’র সদস্যরা এলাকার যুব সমাজকে সম্পৃক্ত করে বাড়ি বাড়ি গিয়ে ময়লা, আবর্জনা, ডোবা, খানাখন্দে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে মশামুক্ত করবে। গতকাল সন্ধ্যায় যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এক বিবৃতিতে নেতা-কর্মীদের এ নির্দেশ দেন। বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগের নেতা-কর্মীরা একসঙ্গে কাজ করবে। প্রতিটি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় শহর এবং মহানগরীতে যুবলীগের প্রতিটি নেতা-কর্মীকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন এলাকাভিত্তিক ‘যুব ব্রিগেড’ গঠন করে। এই যুব ব্রিগেড ডেঙ্গু মোকাবিলার জন্য সার্বক্ষণিক তৎপরতায় নিযুক্ত থাকবে। এলাকার যুবলীগ কর্মী ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে বাড়ি বাড়ি যাবে। বাড়িগুলো যেন মশামুক্ত থাকে এবং বাড়িগুলোতে যেন মশার প্রজনন না হয়, সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনগণকে অনুরোধ করবে। প্রয়োজনে রক্তদাতাদের হাসপাতালে পাঠানো হবে। রক্ত পরীক্ষার জন্য রোগীদের সার্বিক সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন’ দর্শনেই ডেঙ্গু মোকাবিলা করা যেতে পারে, যদি আমরা সচেতন হই। ডেঙ্গুতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা আপনার পাশে আছি। যুবলীগের ওয়েবসাইট, ই-মেইল অথবা ফেসবুকে যে কোনো সহযোগিতা চাইলে যুবলীগ সহায়তা করতে প্রস্তুত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর