রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
কোরবানির পশুর হাট

চট্টগ্রামে বিক্রি জমজমাট

ফারুক তাহের, চট্টগ্রাম

চট্টগ্রামে বিক্রি জমজমাট

চট্টগ্রামে কোরবানির পশুর হাটগুলোতে শেষদিকে শুরু হয়েছে জমজমাট বেচাকেনা। শুরুর দিকে বাজারে ক্রেতাদের সমাগম ঘটলেও সে অনুযায়ী বিক্রি হয়নি। তবে গতকাল এবং এর আগের দিন নগরী এবং আশপাশের ছোট-বড় প্রায় সব বাজারেই বিক্রি হয়েছে উল্লেখ করার মতো পশু। ব্যাপারীরা জানিয়েছেন, শুক্র-শনিবার ছুটির দিন থাকায় ক্রেতা সমাগম যেমন ছিল, বিক্রিও হয়েছে বেশ ভালো। তবে যথারীতি বড় গরুর চেয়ে ছোট গরুর দিকেই বেশি আগ্রহ ক্রেতাদের। দামের দিক থেকেও       ভালো দাম পাচ্ছেন ক্রেতারা। সরেজমিনে জানা যায়, নগরীর সবচেয়ে বড় পশুর হাট সাগরিকায় বিপুল পরিমাণ কোরবানির পশু এসেছে। ক্রেতারাও গত দুই দিন পছন্দসই পশু কিনতে আগ্রহী হয়ে ওঠেছেন। দেশের নানা প্রান্ত থেকে পাইকাররাই এই বাজারে কোরবানির পশু নিয়ে আসেন। অনেকটা অভিজাতদের বাজার বলে খ্যাত সাগরিকায় বড় গরু ও ছাগল বিক্রি বেশি হয়ে থাকে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। প্রায় প্রতিটি গরুই লাখ টাকার ওপরে বিক্রি হচ্ছে এখানে। পাশাপাশি নগরীর দ্বিতীয় বৃহত্তর কোরবানির পশুর বাজার বিবির হাটেও বেচা-বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা। এখানে ছোট-বড়-মাঝারি সব ধরনের গরুই সমানতালে বিক্রি হচ্ছে বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা। বিবির হাট বাজার ঘুরে দেখা গেছে, আড়াই থেকে সাড়ে তিন মণ ওজনের দেশি গরু ৫০ হাজার থেকে ৬০ হাজার, চার মণ থেকে পাঁচ মণ ওজনের গরু ৭০ থেকে ৯০ হাজার, পাঁচ মণ থেকে আট মণ ওজনের গরু এক লাখ থেকে এক লাখ ৫০ হাজারে বিক্রি হচ্ছে। চাহিদা বাড়তি থাকায় বিক্রেতারা ছোট গরুর দাম তুলনামূলক বেশি দাবি করলেও বড় গরু তুলনামূলক কম দামেই মিলছে এ হাটে। এখানে কেবল গরু নয়, ছাগলের বাজারেও ছিল ক্রেতাদের ভিড়। অনেকে আত্মীয়স্বজনকে কোরবানি উপলক্ষে উপহার হিসেবে দেওয়ার জন্যও ছাগল কিনতে এসেছেন এখানে। ছাগলের দাম বেশিই হাঁকছেন বিক্রেতারা। আট কেজি ওজনের একটি ছাগলের দাম চাইছেন ১৫ হাজার টাকা!

নগরীর গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি থেকে বিবির হাটে আসা মুজাহিদুল ইসলাম বলেন, নতুন বিয়ে করেছি তবে বউকে এখনো ঘরে তোলা হয়নি। ঈদের পরেই অনুষ্ঠান হবে। তাই বউ যখন তার বাপের বাড়িতে রয়েছে, সে কারণে কোরবানিতে অন্তত একটা ছাগল হলেও দিতে হবে। তাই এই বাজারে আসা। কিন্তু এসেই দেখলাম ছাগলের দাম ভিমড়ি খাওয়ার মতো! ১৫-২০ হাজার টাকা দামের একটা ছাগল নজরেই লাগে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর