রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল হবে। একই সঙ্গে ছাত্রদলের বিলুপ্ত কমিটির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার রাতে ছাত্রদলের কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথা বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সিদ্ধান্ত দেন। বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন এ তথ্য জানিয়েছেন।

জানানো হয়, কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ঈদের পর ১৩ অথবা ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের কাউন্সিলের দিনক্ষণ ও স্থান জানানো হতে পারে।

এর আগে ১৫ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল, ২০০০ সালের আগে যারা এসএসসি পাস করেছেন তারা কাউন্সিলে প্রার্থী হতে পারবেন না। তখন এই সিদ্ধান্তের বিরোধিতা করে ছাত্রদলের ‘বয়স্ক’ তথা বাদ পড়া নেতারা বিদ্রোহ ও বিক্ষোভ শুরু করেন। সে সময় কেন্দ্রের হস্তক্ষেপে সংকটের নিরসন করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর