বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চলে গেলেন সাবেক মন্ত্রী ড. শেলী

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন সাবেক মন্ত্রী ড. শেলী

সাবেক তথ্যমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষক ড. মীজানূর রহমান শেলী (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার ঈদুল আজহার দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৫ জুন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি দুই পুত্র, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার লাশ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ (বৃহস্পতিবার) বাদ আসর গ্রিনরোড     ডরমেটরি মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ  বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ড. শেলী ১৯৪৩ সালে মুন্সীগঞ্জ জেলার কুসুমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে ১৯৬৪ সালে সেখানেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশ সরকারের তথ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন।

 

সর্বশেষ খবর