মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দেশ গভীর সংকটে নিপতিত হচ্ছে

----- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি বেশি ভালো নয়। দেশ ক্রমেই গভীর সঙ্কটে নিপতিত হচ্ছে। গুম, খুন ও ধর্ষণ স্বাভাবিক হয়ে গেছে, দুর্নীতি দুঃশাসনে জনগণ অতিষ্ঠ, সর্বত্র লুটপাট চলছে, ব্যাংক, শেয়ারবাজার, হলমার্ক, সর্বশেষ চামড়া পর্যন্ত ছাড় দেয়নি এ লুটেরা। দেশ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। প্রিয়া সাহারা দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে, ইসকন কর্তৃক চট্টগ্রামে ৩০টি স্কুলে মুসলিম শিশুদের হিন্দুদের প্রসাদ খাওয়ানো সবই ষড়যন্ত্রের অংশ। গতকাল মক্কায় একটি অভিজাত হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পীর সাহেব বলেন, বিশ্বব্যাপী মুসলমান নিধন করার জন্য ইহুদি-খৃষ্টানরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, ইতিমধ্যে কাশ্মীরের জনগণের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে তাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন শায়েখ মুফতি মিজানুর রহমান, পরিচালনা করেন মাওলানা ওসমান গণী রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ  মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আলহাজ আব্দুর রহমান। পরে শায়েখ মুফতি মিজানুর রহমানকে সভাপতি, হাফেজ আসাদ উল্লাহকে সেক্রেটারি করে সৌদী আরব  কেন্দ্রীয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের আমির পীর চরমোনাই।

সর্বশেষ খবর