বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
নুসরাত হত্যা মামলা

সাবেক তদন্ত কর্মকর্তাকে জেরা

ফেনী প্রতিনিধি

চাঞ্চল্যকর ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় গতকাল সাবেক তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেনের জেরা অনুষ্ঠিত হয়েছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে আসামি পক্ষ্যের আইনজীবীরা তাকে জেরা করেন। সোমবার কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণ হয়েছিল। আদালত আজ সকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সাক্ষ্য দেবেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদশক       শাহ আলম। এ পর্যন্ত এ মামলায় ৮৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার ১৬ আসামিকে জেলা কারাগার থেকে বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন হয়রানি করার অভিযোগ আনেন নুসরাতের মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেওয়ায় ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে নুসরাতকে কৌশলে ডেকে পাশের ভবনের তিন তলার ছাদে নিয়ে সিরাজ-উদ-দৌলার সহযোগীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায় নুসরাত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর