শিরোনাম
সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমারের বিরুদ্ধে অবরোধের আহ্বান মার্কিন কমিশনের

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যাযজ্ঞ চালানোর দায়ে মিয়ানমারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। এনআরবি নিউজ। সংখ্যালঘু মুসলমানদের নির্মূল করতে গণহত্যার অভিপ্রায় থেকেই মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালে রোহিঙ্গা নারী ও শিশুদের ধর্ষণ এবং যৌন নিপীড়ন করে বলে উঠে এসেছে জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে। এ প্রতিবেদনের সমর্থনে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) গত শুক্রবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আরও উল্লেখ করেছে, ‘এখনো সেই বর্বরতা অব্যাহত রয়েছে মুসলিম জনগোষ্ঠী নিধনের ষড়যন্ত্রে।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণায়ের এই কমিশনের ভাইস চেয়ার নাদিন মেইঞ্জা এবং কমিশনার অনুরিমা ভারগভা প্রদত্ত এই যুক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এহেন অপকর্মে লিপ্তদের বিচারের জন্যে জরুরি একটি পন্থা অবলম্বন করা উচিত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর