Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৮ আগস্ট, ২০১৯ ০০:০৪

ডেঙ্গু পরিস্থিতির উন্নতি দেখছেন অধ্যাপক আবদুল্লাহ

প্রতিদিন ডেস্ক

ডেঙ্গু পরিস্থিতির উন্নতি দেখছেন অধ্যাপক আবদুল্লাহ

হাসপাতালে প্রতিদিন নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা এখনো হাজারের নিচে না নামলেও এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ গত দুই সপ্তাহের প্রবণতা বিশ্লেষণ করে উন্নতির লক্ষণ দেখছেন। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১২৯৯ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বিডিনিউজের। এর আগে গত ২১ অগাস্ট হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৬২৬ জন। এরপর থেকে ওঠানামার মধ্য দিয়েই তা কমতির দিকে।   অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, ‘এটা ইতিবাচক। ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। এটাকে তুলনামূলক উন্নতি বলা যেতেই পারে। এভাবে চলতে থাকলে আশা করা যায় যে ডেঙ্গু কমে আসবে।’ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের হিসাব অনুয়ায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে ৬৬ হাজার ৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯২ শতাংশ সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন।

 


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর