বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ছাত্র রাজনীতি বন্ধ মাথাব্যথায় মাথা কাটার শামিল

------ মেনন

গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, শিক্ষাঙ্গনে গণতন্ত্র নেই, মতপ্রকাশের স্বাধীনতাও নেই। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকান্ডের ঘটনায় সারা দেশ ক্ষুব্ধ ও মর্মাহত আর সুশীলরা বলছেন এই ঘটনায় ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে। কিন্তু এটি মাথাব্যথায় মাথা কেটে ফেলার শামিল। তিনি প্রশ্ন রাখেন জাতীয় রাজনীতিতেও খুন-খারাবি, দুর্নীতি, সন্ত্রাস আছে, তবে কি জাতীয় রাজনীতিও বন্ধ করে দিতে হবে? গতকাল বিকালে গাইবান্ধা পৌর       শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার ৫ম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মেনন এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরেন সরকার মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, আমিনুল ইসলাম গোলাপ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী খোকন, মতিন মোল্লা, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর