বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে অভিযোগ পেয়ে বনানীতে স্থাপনা ভাঙল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফেসবুকের ইনবক্সে (http://www.facebook.com/dncc.gov.bd)  প্রতিদিন অনেক নাগরিক বিভিন্ন অভিযোগ ও পরামর্শ দিয়ে থাকেন। ডিএনসিসি জনসংযোগ বিভাগ জানায়, এ ধরনের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার গতকাল দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ফুটপাথ দখল করে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষ রাখার অপরাধে ১৫৮/ই কামাল আতাতুর্ক এভিনিউয়ের মালিক ও নির্মাণ ঠিকাদারকে ১ লাখ টাকা জরিমানা করেন।

 একই সঙ্গে তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রীর ধ্বংসাবশেষ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর