শিরোনাম
বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
হাই কোর্টের রুল

নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রকাশিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই রুল জারি করে।

তথ্য মন্ত্রণালয় সচিব, শ্রম মন্ত্রণালয় সচিব এবং নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। নবম ওয়েজ বোর্ডের নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ আগস্ট হাই কোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গত ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ হয়। ওই গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিটকারীদের পক্ষ থেকে গতকাল সম্পূরক আবেদন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর