আদর্শে মতপার্থক্য থাকলেও চাঁদাবাজিতে একাকার যুবলীগ ও ছাত্রশিবির। জোটবদ্ধ হয়েই তারা নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেন। শুধু তাই নয়, সাধারণ লোকজনের কাছ থেকে নেওয়া চাঁদার উল্লেখযোগ্য একটি অংশই পায় দেশের বাইরে থাকা শিবির ক্যাডাররা। একটি চাঁদাবাজি মামলা তদন্ত করতে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এ মামলার সূত্র ধরেই নগরীর বায়েজীদ এলাকা থেকে গ্রেফতার করা হয় যুবলীগের পাঁচ কথিত নেতাকে। তারা হলেন- রুহুল আমিন, মো. তুহিন, সুজন জাবেদ ওরফে ভাগিনা জাবেদ এবং রনি। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজীদ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বায়েজীদ থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘কয়েকদিন আগে আবদুল ওয়াজেদ নামে এক ব্যবসায়ী চাঁদাবাজির অভিযোগ করেন। তার অভিযোগ তদন্ত করতে গিয়ে শিবির ক্যাডার সরওয়ার ও ম্যাক্সনের সঙ্গে এ চক্রের সম্পর্ক থাকার সত্যতা পাওয়া যায়। এরপর পাঁচজনকে গ্রেফতার করা হয়।’ জানা যায়, দুর্ধর্ষ শিবির ক্যাডার মো. সরোয়ার এবং নুরুন্নবী ওরফে ম্যাক্সন ২০১৭ সালে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমান। কাতার থেকেই তারা নিয়ন্ত্রণ করতে থাকে নগরীর বায়েজীদ, অক্সিজেন, মুরাদপুরসহ আশাপাশ এলাকা। চাঁদাবাজি, ভূমি দখল- বেদখল, অস্ত্র ব্যবসাসহ নানান অপরাধের নিয়ন্ত্রণ করতে থাকেন কাতার থেকে। সরোয়ার-ম্যাক্সন কাতারে অবস্থান করলেও অপকর্ম দেশে বাস্তবায়ন করার জন্য জোট করেন কথিত যুবলীগ নেতা ইমতিয়াজ সুলতান ইকরাম ও রুহুল আমিনের সঙ্গে। প্রবাসীর কাছ থেকে নেওয়া চাঁদাবাজির টাকা সমান হারে পেতো চাঁদাবাজ জোটের শরিকরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, চাঁদাবাজ জোটের মূল টার্গেটই হচ্ছে প্রবাসীরা। বিদেশে থাকা অর্থশালী প্রবাসীদের কাছেই তারা টাকা দাবি করতেন। তাদের চাহিদা মতো চাঁদা না দিলে প্রবাসীদের পরিবারের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। শিবির ক্যাডারদের হয়ে ভয়-ভীতি প্রদর্শন ও মারধরের কাজটি করত কথিত যুবলীগ নেতারা। পরিবারের কথা চিন্তা করে টাকা দিতে বাধ্য হতো প্রবাসীরা। গত ৬ সেপ্টেম্বর মুরাদপুরের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন রুহুল আমিনরা। কথামতো চাঁদা না দেওয়ায় ২৩ সেপ্টেম্বর নয়াহাটে তার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এটি তদন্ত করতে গিয়েই মূল ঘটনা ফাঁস হয়।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও