চট্টগ্রামের সন্ত্রাসীদের ‘সেইফ জোনে’ পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে চট্টগ্রামের অর্ধশতাধিক সন্ত্রাসী গা-ঢাকা দিয়েয়েছে সেসব দেশে। ওখানে বসেই তারা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে। পালিয়ে থাকা সন্ত্রাসীরা প্রবাসে বসে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করলেও তাদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই চট্টগ্রাম প্রশাসনের কাছে। তারা কোন দেশে পালিয়েছে তারও কোনো তথ্য নেই। তাই তাদের ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া যাচ্ছে না। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে, চট্টগ্রামের তালিকাভুক্ত অর্ধশতাধিক অপরাধী সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছে। তারা প্রবাসে বসেই চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ও বিস্তার করছে করছে। তাদের মধ্যে রয়েছে অপহরণকারী চক্রের অন্যতম হোতা আবুল কাশেম চৌধুরী ওরফে কাশেম চেয়ারম্যান, হাবিব খান, দিদারুল আলম, সরোয়ার, ম্যাক্সন, হেলাল আকবর চৌধুরী বাবার অন্যতম। এ ছাড়া মাদক ও জুয়াবিরোধী অভিযান শুরু হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের কমপক্ষে চার কাউন্সিলরসহ নতুন করে কিছু অপরাধী মধ্যপ্রাচ্যে পাড়ি জমান। নগর বিশেষ শাখার উপকমিশনার ওয়ারিশ আহমেদ বলেন, ‘গ্রেফতারের বাইরে থাকা সন্ত্রাসীদের অবস্থান এখনো চিহ্নিত করা যায়নি। তারা কোন দেশে আছে তারও সঠিক কোনো তথ্য নেই। তাই পালিয়ে থাকা তালিকাভুক্ত শীর্ষ ফেরাতে সিএমপি কোনো উদ্যোগ নেয়নি।’ জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘দেশের বাইরে পালিয়ে থাকা কোনো সন্ত্রাসীকে ফিরে আনতে পুলিশ সদর দফতরের মাধ্যমে ইন্টারপোলের কাছে আবেদন করতে হয়। এখনো পর্যন্ত চট্টগ্রাম জেলা থেকে এ ধরনের কোনো আবেদন করা হয়নি।’ সংযুক্ত আবর আমিরাতের বাংলাদেশি কমিউনিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেক সন্ত্রাসী আরব আমিরাতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছে। দেশে মাদক, ক্যাসিনো এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হলে তখন আরও কিছু অপরাধী পালিয়ে আরব আমিরাত চলে আসে। এসব সন্ত্রাসী প্রবাসীদের টাগের্ট করে দেশে থাকা স্বজনদের প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে।’
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সন্ত্রাসীদের ‘সেইফ জোন’ মধ্যপ্রাচ্য
চট্টগ্রামের অর্ধশতাধিক সন্ত্রাসী সেখানে ♦ তালিকা নেই প্রশাসনের কাছে
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর