শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এজেন্ডায় থাকলেও আলোচনা হয়নি সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

এজেন্ডায় থাকলেও ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট নিয়ে গতকাল নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে কোনো আলোচনা হয়নি। আগামী রবিবারের বৈঠকে এই তিন সিটি নির্বাচন নিয়ে আলোচনা করা হবে। গতকালের বৈঠকে ৮টি এজেন্ডা ছিল। মাত্র ২টি বিষয় নিয়ে আলোচনার পরই বৈঠক রবিবার পর্যন্ত মুলতবি করা হয় বলে জানা গেছে। এদিকে গতকালের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এবং সীমানা নির্ধারণ আইন সংশোধনের খসড়া আরও বিচার বিশ্লেষণের জন্য আইন সংস্কার কমিটিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন ভবনে বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ইসির কর্মকর্তারা বলেছেন, আগামী ১৪ নভেম্বর ঢাকা উত্তর, ১৮ নভেম্বর ঢাকা দক্ষিণ এবং আগামী বছরের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। এই তিন সিটির নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আগামী রবিবারের বৈঠকে আলোচনা করা হবে।

আবারও পর্যালোচনা হবে আইন সংস্কারের বিষয় : গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এবং সীমানা নির্ধারণ আইন সংশোধনের খসড়া আরও বিচার-বিশ্লেষণের জন্য আইন সংস্কার কমিটিতে ফেরত পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর