বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ ছাড়া বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে অনশন করেছে কয়েক শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক পরিষদের সমন্বয়ক নাসরিন সুমি। তিনি বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হয়নি। চাকরিপ্রার্থীরা বলেন, সেশনজটের কারণে নির্ধারিত সময়ে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা শেষ করতে পারছেন না। তাই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানাই। সম্মেলন থেকে সেশনজটে হারিয়ে যাওয়া বছরগুলো ফিরিয়ে দেওয়া, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা, চাকরিতে আবেদনের বয়স ৩৫ বাস্তবায়ন এবং ৪১তম বিসিএসে আবেদনের সুযোগ দেওয়ার দাবি তুলে ধরা হয়। দাবি আদায় না হলে ১৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করা হবে বলে জানানো হয়। সম্মেলনে ছাত্র পরিষদের সমন্বয়ক অরুণিমা দে, বিজিত সিকদার, সঞ্জয় দাস, ফয়সাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে গতকাল কাফনের কাপড় পরে অনশন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে কয়েক চাকরিপ্রার্থী। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা ও চার দফা দাবিতে তারা অনশন করছে। তাদের দাবির মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারন অন্যতম।

জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নিয়োগ পরীক্ষা নেওয়া, তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। বক্তারা বলেন, দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাব। অনশনে পরিষদের প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন, মোজাম্মেল মিয়াজী, রেশমা আক্তার, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর