শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রবীন্দ্রনাথের গান নিয়ে বিজয় উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

রবীন্দ্রনাথের গান নিয়ে বিজয় উৎসব

বিজয় দিবস উদযাপনে রবীন্দ্রনাথের গান নিয়ে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার একাংশ। বিজয়ের ৪৮তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গতকাল শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে শুরু হয় ‘স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ শীর্ষক এই রবীন্দ্রসংগীতানুষ্ঠান। সংস্থার শিল্পীদের সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই আয়োজনের সূচনা হয়। এরপর শিল্পীরা সম্মেলক কণ্ঠে আরও পরিবেশন করেন ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ ও ‘আমার মুক্তি আলোয় আলোয়’সহ দুটি গান। শৈল্পিক পরিবেশনায় মঞ্চ থেকে শিল্পীরা শিল্পকলা একাডেমির সমগ্র প্রাঙ্গণে কবিগুরুর দেশপ্রেমের চিত্র তুলে ধরেন। আর সেই অনন্যতায় হেমন্তের হালকা শীতের সাঁঝবেলাতেও উজ্জীবিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থলে আগত সংগীতানুরাগীরা। সম্মেলক কণ্ঠে পরিবেশনা শেষে একক কণ্ঠের জাদুতে কবিগুরুকে মূর্ত করে তোলেন শিল্পীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর