রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রংপুরে আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০

রংপুর প্রতিনিধি

রংপুরে আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০

রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নীলফামারীর একরামুল হক (৬৮) ৬ জানুয়ারি রংপুর মেডিকেলে ভর্তি হন। পাঁচ দিন পর গতকাল সকালে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় নগরীর রহমতপাড়ার ছকির উদ্দিনের স্ত্রী আরিফা বেওয়া (৯০) ও নগরীর কোটালিপাড়ার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেওয়া (৮৮) নামে দুই নারীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি শীত মৌসুমে আগুনে দগ্ধ হয়ে রমেক হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ১০-এ। এর মধ্যে ৭ নারী, এক শিশু এবং দুই বৃদ্ধ রয়েছেন।

রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ জানান, গত ২২ দিনে আগুনে দগ্ধ হয়ে ৪৭ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ-শিশু ভর্তি হয়। তবে এর আগে মারা যান দগ্ধ আরও ১০ জন। বর্তমানে দগ্ধ ৪৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে রাখা হয়েছে। এদিকে শীতের তীব্রতার সঙ্গে রংপুর বিভাগে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর