রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয়েছে ‘অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০’। ৯ দিনের এ উৎসবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেশনে প্রদর্শিত হবে উৎসবের চলচ্চিত্রগুলো। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৯ দিনের এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরি জোয়ানা ক্রস কাউজে ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। উদ্বোধনকালে এ কে আবদুল মোমেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে নতুন নতুন চলচ্চিত্র তৈরি হচ্ছে। ১৭ মার্চ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্র মুক্তি পাবে। আর সেই ছবিটি বাংলাদেশসহ সারা বিশ্বের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে। উদ্বোধনী আনুষ্ঠানিকতার আগে মণিপুরী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। শেষে প্রদর্শিত হয়

গ্রিস ও স্পেনের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘উইন্ডো টু দ্য সি’। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ, মধুমিতা সিনেমা হল ও বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে একযোগে প্রদর্শিত হচ্ছে উৎসবের ছবিগুলো। ১৯ জানুয়ারি শেষ হবে ৯ দিনের এ উৎসব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর