প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সমস্ত আইন লেখা আছে, সুতরাং বই না পড়লে ভালো আইনজীবী হওয়া যাবে না। আইনজীবীদের জন্য বই হলো একদম বাইবেলের মতো। বইয়ের প্রতি যদি আইনজীবীদের অনীহা থাকে তাহলে জাজমেন্ট ভালো হবে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে গতকাল দুই সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ফিতা কেটে প্রধান বিচারপতি বইমেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন এবং সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন। প্রধান বিচারপতি বলেন, যেখানে যাবেন বইটা সঙ্গে রাখবেন। এখন দুঃখের ব্যাপার, হয়তো সাংবিধানিক পয়েন্টে কোনো কথা হচ্ছে, দেখা যায় যে সম্মানিত আইনজীবী কোর্টে সংবিধান নিয়ে যাননি। সুতরাং এ রকমভাবে যদি বইয়ের প্রতি অনীহা থাকে তাহলে জাজমেন্ট ভালো হবে না। আমি আশা করি সবাই বই কিনবেন। কিনলেই হবে না, পড়তে হবে। বই পড়ে বুঝে তারপর কোর্টে প্লেস করতে হবে। দেশের ডিজিটালাইজেশন নিয়ে প্রধান বিচারপতি বলেন, আমি বলব যে, আগামী ১০ বছর পর আমরা এখন যে ধরনের বই ব্যবহার করি সে ধরনের বই হয়তো থাকবে না। সব হয়ে যাবে ডিজিটাল বুক এবং দেখবেন আজকে যে মেলা হচ্ছে এ ধরনের মেলাও আর থাকবে না। তখন একেকটা স্টলে থাকবে একেকটা কম্পিউটার। তখন মেলার স্টল থেকে বলা হবে যে, আপনি কোন সফটওয়্যার কিনতে চান। সুতরাং আমি আশা করব, আমাদের ডিজিটাল বই আমাদের বিচার বিভাগকে আরও সমৃদ্ধ করবে এবং ডিজিটালাইজেশন যদি হয় আমাদের জুডিশিয়ারির কাজও অনেক কমে যাবে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বইয়ের প্রতি অনীহা থাকলে জাজমেন্ট ভালো হবে না
------- প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর