শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণই মুজিববর্ষের লক্ষ্য’

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণই মুজিববর্ষের লক্ষ্য। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুজিববর্ষ ও গোপালগঞ্জের কাশিয়ানির কৃতী সন্তানদের সম্মাননা পদক প্রদান উপলক্ষে সেবা কল্যাণ সংস্থা এর আয়োজন করে।

বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনিসুজ্জামান, সাবেক ছাত্রনেতা মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, কাশিয়ানি সদর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান খান, মিল্টন খান প্রমুখ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন যাত্রা এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারও সে লক্ষ্যে কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর