সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জামিন শুনানি পর্যন্ত প্রথম আলো সম্পাদককে গ্রেফতার হয়রানি নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ছয়জনকে জামিন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আজ জামিনের আবেদন শুনানির জন্য দিনও ঠিক করেছে আদালত। জামিন আবেদন করা বাকি চারজন হলেনÑ কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহ পরাণ তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, আদালত প্রথম আলো সম্পাদকসহ ছয়জনকে হয়রানি ও গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সোমবার (আজ) জামিন শুনানির দিন ঠিক করেছেন আদালত। এর আগে ১৬ জানুয়ারি নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানা পুলিশের প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের অন্যতম বিচারক কায়সারুল ইসলাম প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলো আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার মারা যায়। ৬ নভেম্বর ঢাকার আদালতে অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে প্রথম আলো সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন আবরারের বাবা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর