দিন যত গড়াচ্ছে ক্রেতা-দর্শনার্থী সমাগম ও কেনাবেচা মিলিয়ে ততটাই জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্যাভিলিয়ন-স্টলগুলোতে নানা বয়সী মানুষের ভিড় থাকলেও গৃহস্থালি পণ্যের স্টলগুলোতে গৃহিণীদের সমাগম চোখে পড়ার মতো। তারা আগ্রহ নিয়ে দেখছেন, কিনছেন গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় হরেক রকমের পণ্যসামগ্রী। মেলা ঘুরে দখা যায়, গৃহস্থালি পণ্যের স্টলগুলোর নানান ছাড়-উপহার আকৃষ্ট করছে গৃহিণীদের। একটি পণ্য কিনলেই সুযোগ থাকছে ১ থেকে ১০টি পণ্য জিতে নেওয়ার, দেওয়া হচ্ছে পণ্যভেদে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। স্টলকর্মীরা বলছেন, মেলামাইনের প্লেট-বাটি-গ্লাস, প্লাস্টিকের বালতি, বিভিন্ন মাপ ও ডিজাইনের বক্স, অ্যালুমিনিয়ামের বোল, নন-স্টিক ফ্রাইপ্যান, প্রেসার কুকার, জুস মেকার, ভেজিটেবল কাটারসহ গৃহস্থালির দেশি-বিদেশি নানান সামগ্রী এবার ক্রেতাদের পছন্দের শীর্ষে। আরএফএলের প্যাভিলিয়নে কথা হলো জাকিয়া আহম্মেদের সঙ্গে। কিনেছেন, প্লাস্টিক বক্স, মেলামাইনের ইতালিয়ানো প্লেট-মগ, ময়লা রাখার ঝুড়ি ও ইনডাকশন কুকার। বললেন, যা কিনলাম সবই দরকারি। মেলা বাদে অন্য জায়গা থেকে কিনতে গেলে আরও বেশি দামে কিনতে হতো। একেক পণ্যে একেক রকম ছাড় থাকায় কেনাকাটা সহজই হলো। হক এন্টারপ্রাইজের স্টল সহকারী জানালেন, আমাদের স্টল থেকে একটি পণ্য কিনলে সর্বোচ্চ ১০টি পণ্য ফ্রি পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া প্রতিটি পণ্যের সঙ্গে একটি নিশ্চিত ফ্রি পণ্য থাকছেই। বললেন, গৃহিণীদের সমাগম তাই তাদের স্টলেই বেশি। এক্ষেত্রে সিরামিকের তৈরি একটি গ্যাসের চুলা কিনলে ১০টি পণ্য জেতার সুযোগ দিচ্ছেন তারা। আরএফএল-এর প্লাস্টিক কর্ণারের ফ্লোর ম্যানেজার মো. হাসান জানান, মেলা শুরুর দিকে বেচাকেনায় মন্দা থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। এবার মেলায় প্রতিটি পণ্য ১০ থেতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি করা হচ্ছে। তাছাড়া নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে। সকাল থেকে মেলা শুরু হলেও সন্ধ্যায় স্টলে ক্রেতাদের চাপ বেশি থাকে বলেও জানান তিনি।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
গৃহিণীদের ঝোঁক গৃহস্থালি পণ্যে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ওলী আহম্মেদ, শেকৃবি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর