দিন যত গড়াচ্ছে ক্রেতা-দর্শনার্থী সমাগম ও কেনাবেচা মিলিয়ে ততটাই জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্যাভিলিয়ন-স্টলগুলোতে নানা বয়সী মানুষের ভিড় থাকলেও গৃহস্থালি পণ্যের স্টলগুলোতে গৃহিণীদের সমাগম চোখে পড়ার মতো। তারা আগ্রহ নিয়ে দেখছেন, কিনছেন গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় হরেক রকমের পণ্যসামগ্রী। মেলা ঘুরে দখা যায়, গৃহস্থালি পণ্যের স্টলগুলোর নানান ছাড়-উপহার আকৃষ্ট করছে গৃহিণীদের। একটি পণ্য কিনলেই সুযোগ থাকছে ১ থেকে ১০টি পণ্য জিতে নেওয়ার, দেওয়া হচ্ছে পণ্যভেদে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। স্টলকর্মীরা বলছেন, মেলামাইনের প্লেট-বাটি-গ্লাস, প্লাস্টিকের বালতি, বিভিন্ন মাপ ও ডিজাইনের বক্স, অ্যালুমিনিয়ামের বোল, নন-স্টিক ফ্রাইপ্যান, প্রেসার কুকার, জুস মেকার, ভেজিটেবল কাটারসহ গৃহস্থালির দেশি-বিদেশি নানান সামগ্রী এবার ক্রেতাদের পছন্দের শীর্ষে। আরএফএলের প্যাভিলিয়নে কথা হলো জাকিয়া আহম্মেদের সঙ্গে। কিনেছেন, প্লাস্টিক বক্স, মেলামাইনের ইতালিয়ানো প্লেট-মগ, ময়লা রাখার ঝুড়ি ও ইনডাকশন কুকার। বললেন, যা কিনলাম সবই দরকারি। মেলা বাদে অন্য জায়গা থেকে কিনতে গেলে আরও বেশি দামে কিনতে হতো। একেক পণ্যে একেক রকম ছাড় থাকায় কেনাকাটা সহজই হলো। হক এন্টারপ্রাইজের স্টল সহকারী জানালেন, আমাদের স্টল থেকে একটি পণ্য কিনলে সর্বোচ্চ ১০টি পণ্য ফ্রি পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া প্রতিটি পণ্যের সঙ্গে একটি নিশ্চিত ফ্রি পণ্য থাকছেই। বললেন, গৃহিণীদের সমাগম তাই তাদের স্টলেই বেশি। এক্ষেত্রে সিরামিকের তৈরি একটি গ্যাসের চুলা কিনলে ১০টি পণ্য জেতার সুযোগ দিচ্ছেন তারা। আরএফএল-এর প্লাস্টিক কর্ণারের ফ্লোর ম্যানেজার মো. হাসান জানান, মেলা শুরুর দিকে বেচাকেনায় মন্দা থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। এবার মেলায় প্রতিটি পণ্য ১০ থেতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি করা হচ্ছে। তাছাড়া নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে। সকাল থেকে মেলা শুরু হলেও সন্ধ্যায় স্টলে ক্রেতাদের চাপ বেশি থাকে বলেও জানান তিনি।
শিরোনাম
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
গৃহিণীদের ঝোঁক গৃহস্থালি পণ্যে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ওলী আহম্মেদ, শেকৃবি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর