শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। গতকাল ২০২০ সালের হজে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলনে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ দাবি জানান। রাজধানীর নয়াপল্টনে হাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাব সভাপতি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবে হজের কোনো ধরনের চার্জ বাড়েনি। জ্বালানির মূল্য কমেছে। তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করা উচিত। পুরো বিষয়টি রিভিউ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ‘ভালো প্রফিট’ রেখে হজযাত্রীদের বিমান ভাড়া পুনর্নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর