ক্লাবপাড়াখ্যাত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এলাকাজুড়ে শুধু একজন প্রার্থীর পোস্টারই ঝুলছে। এ ওয়ার্ডে ক্যাসিনোকান্ডে বহিষ্কার হওয়া সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাইদ ওরফে ক্যাসিনো সাঈদের স্ত্রী ফারহানা আহমেদ বৈশাখীর পোস্টার ছাড়া আর কোনো প্রার্থীর পোস্টার দেখা যায়নি। অন্য প্রার্থীদের অভিযোগ, পোস্টার লাগানো হলেও ছিঁড়ে ফেলা হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ নিজেও এবার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও এলাকায় তাকে দেখা যায়নি। তবে নিজের পক্ষে কোনো প্রচারণা না চালিয়ে স্ত্রী বৈশাখীর পক্ষে কাজ চালিয়ে যেতে নিজের সমর্থকদের নির্দেশ দিয়েছেন এবং নিজে দূর থেকে স্ত্রীর নির্বাচনের বিষয়ে সরাসরি তদারকি করছেন। তার ক্যাডার বাহিনী এলাকায় মহড়া দিচ্ছে বলেও অভিযোগ। স্থানীয়রা বলছেন, ভোটের দিন (১ ফেব্রুয়ারি) সাঈদ এলাকায় প্রবেশ করবেন বলে তার লোকজন প্রচার চালাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে এ ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি ঘুড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতীক বরাদ্দ পাওয়ার পর ১৫ হাজার পোস্টার লাগিয়েছিলাম। রাতের আঁধারে আমার সব পোস্টার গায়েব করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন লোক মারফত হুমকি পাই, ১ তারিখ ভোটের দিন সাঈদ এলাকায় আসবেন এবং আমাদের দেখে নেবেন।
শিরোনাম
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে র্যালি ও আলোচনা সভা
- সরকারি অর্থে বিলাসবহুল বিমান ক্রয়, তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
- নোয়াখালী বিভাগের দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন
- চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
- কুলাউড়ায় গোগালি ছড়ার ব্রিজে মেরামত কাজ শুরু
- বিশ্বে প্রথম, রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি সৌদিতে
- চাঁদপুরে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত
- গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, অভিযোগ কাতারের
- মোংলায় শ্যামা পূজা উপলক্ষে সনাতনীদের সঙ্গে বিএনপির মতবিনিময়
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
- নারায়ণগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- নটিংহ্যাম ফরেস্টের নতুন কোচ শন ডাইচ, প্রথম ম্যাচে মুখোমুখি হবেন পোর্তোর
- রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৭৯ মামলা
- মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন
- ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, গুরুত্বপূর্ণ অংশ’
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ
ক্লাবপাড়ায় ঝুলছে শুধু ক্যাসিনো সাঈদের স্ত্রীর পোস্টার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর