শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্লাবপাড়ায় ঝুলছে শুধু ক্যাসিনো সাঈদের স্ত্রীর পোস্টার

নিজস্ব প্রতিবেদক

ক্লাবপাড়াখ্যাত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এলাকাজুড়ে শুধু একজন প্রার্থীর পোস্টারই ঝুলছে। এ ওয়ার্ডে ক্যাসিনোকান্ডে বহিষ্কার হওয়া সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাইদ ওরফে ক্যাসিনো সাঈদের স্ত্রী ফারহানা আহমেদ বৈশাখীর পোস্টার ছাড়া আর কোনো প্রার্থীর পোস্টার দেখা যায়নি। অন্য প্রার্থীদের অভিযোগ, পোস্টার লাগানো হলেও ছিঁড়ে ফেলা হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ নিজেও এবার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও এলাকায় তাকে দেখা যায়নি। তবে নিজের পক্ষে কোনো প্রচারণা না চালিয়ে স্ত্রী বৈশাখীর পক্ষে কাজ চালিয়ে যেতে নিজের সমর্থকদের নির্দেশ দিয়েছেন এবং নিজে দূর থেকে স্ত্রীর নির্বাচনের বিষয়ে সরাসরি তদারকি করছেন। তার ক্যাডার বাহিনী এলাকায় মহড়া দিচ্ছে বলেও অভিযোগ। স্থানীয়রা বলছেন, ভোটের দিন (১ ফেব্রুয়ারি) সাঈদ এলাকায় প্রবেশ করবেন বলে তার লোকজন প্রচার চালাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে এ ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি ঘুড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতীক বরাদ্দ পাওয়ার পর ১৫ হাজার পোস্টার লাগিয়েছিলাম। রাতের আঁধারে আমার সব পোস্টার গায়েব করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন লোক মারফত হুমকি পাই, ১ তারিখ ভোটের দিন সাঈদ এলাকায় আসবেন এবং আমাদের দেখে নেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর