বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সেনাপ্রধানের নেপাল সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অগ্রগতি

সেনাবাহিনী প্রধানের নেপাল সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-নেপালের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অগ্রগতি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও নেপালের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষক বিনিময়সহ সহযোগিতামূলক বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়। উভয় সেনাপ্রধানই দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিসহ সেনাবাহিনীর মধ্যকার সাধারণ ও পারস্পরিক সহযোগিতামূলক দিকগুলো চিহ্নিত করেছেন। পাশাপাশি সেনাবাহিনীর জুনিয়র ও মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিনিময়, স্টাফ টক ও উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের শুভেচ্ছা সফর চালু রাখার ব্যাপারে দুই দেশের সেনাপ্রধান একমত পোষণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নেপাল সফরকালে সেনাবাহিনী প্রধান নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, প্রধানমন্ত্রী খড়্গ প্রসাদ শর্মা অলি, প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখারেল এবং সেনাবাহিনী প্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপার সঙ্গে আলাদাভাবে সাক্ষাতের সময় এসব বিষয় নিয়ে মতবিনিময় করেন। -আইএসপিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর