শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরায় ট্রাডিশনাল হেলথ কেয়ার এক্সপোর পর্দা নামল

শেষ দিনেও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় ট্রাডিশনাল হেলথ কেয়ার এক্সপোর পর্দা নামল

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) বসুন্ধরায় বিমসটেক ট্রাডিশনাল হেলথ কেয়ার এক্সপো মেলা - বাংলাদেশ প্রতিদিন

স্বাস্থ্য সচেতন মানুষের ব্যাপক আগ্রহের মধ্যে দিয়ে শেষ হলো বিমসটেক ট্রাডিশনাল হেলথ কেয়ার এক্সপো ২০২০। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) বসুন্ধরায় আয়োজিত তিন দিনব্যাপী মেলার শেষ দিনেও মেলা প্রাঙ্গণ ছিল দর্শনার্থীর পদচারণায় মুখর।

সরেজমিন দেখা যায়, শেষ দিন হওয়ায় সন্ধ্যা নামতেই স্টলের মালামাল গোছাতে ব্যস্ত হয়ে পড়েন মেলায় অংশগ্রহণকারী অনেক প্রতিষ্ঠানের কর্মীরা। তখনো আয়ুর্বেদিক ও ইউনানি পণ্য কিনতে মেলায় আসছিলেন বিভিন্ন বয়সের মানুষ। গ্রাহকের চাহিদার কারণে অনেককেই গোছানো প্যাকেট খুলে পণ্য বের করে দিতে দেখা যায়। অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি সমাজের বৃহৎসংখ্যক মানুষের আস্থার জায়গায় এখনো ইউনানি ও আয়ুর্বেদিকের মতো প্রাচীন চিকিৎসা পদ্ধতি রয়েছে তা গত তিন দিনের মেলায় দর্শনার্থী সমাগমে ফুটে ওঠে। মেলায় বাংলাদেশ ও ভারতের প্রায় অর্ধশত আয়ুর্বেদিক ও ইউনানি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে হাজির হয়। ছিল কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের প্রতিষ্ঠানও।

সর্বশেষ খবর