বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চীনে ছয় ধরনের স্বাস্থ্যসামগ্রী পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে তৈরি ছয় ধরনের স্বাস্থ্যসামগ্রী চীনে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বন্ধুত্ব ও সহমর্মিতার নিদর্শন হিসেবে চীনে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য বাংলাদেশে উৎপাদিত  এসব স্বাস্থ্যসামগ্রী পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এসব স্বাস্থ্যসামগ্রীর মধ্যে ১০ লাখ হ্যান্ড গ্লাভস, পাঁচ লাখ মাস্ক, দেড় লাখ ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, আট হাজার গাউন এবং ৫০ হাজার শু-কভার রয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। এসব স্বাস্থ্যসামগ্রী গ্রহণ করে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর বন্ধুত্ব ও মহানুভবতার জন্য ধন্যবাদ জানাই। ভাইরাসের উৎপত্তিস্থল উহানে এসব সামগ্রীর জরুরি প্রয়োজন। দ্রুত এগুলো পৌঁছে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর