বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ

কারাগারে ঋণদান সমিতির পরিচালক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় প্রায় অর্ধশত গ্রাহকের সঞ্চয়ের কোটি টাকা আত্মসাতের মামলায় ‘ভৈরব সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র পরিচালক হাসান শেখকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল খুলনা মহানগর হাকিমের আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠান। মামলার বাদীপক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা ও বয়রায় সমবায় সমিতির অফিস খুলে গ্রাহকের আমানতের টাকা সংগ্রহ করেন হাসান শেখ। ১ লাখ টাকার বিপরীতে গ্রাহককে প্রতি মাসে ২ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্ধশত গ্রাহকের কাছ থেকে কোটি টাকা সংগ্রহের পর প্রতিষ্ঠানটি বন্ধ করে কর্মকর্তারা পালিয়ে যান।

এ ঘটনায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর নগরীর গোবরচাকার গ্রাহক সাজিয়ার রহমান বাদী হয়ে দন্ডবিধির ৪২০/৪০৬/১০৯/৫০৬ ধারায় সোনাডাঙ্গা থানায় মামলা করেন। ওই মামলায় হাসান শেখসহ প্রতিষ্ঠানের সাত কর্মকর্তাকে আসামি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর