শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন একপেশে ও অগ্রহণযোগ্য : তথ্যমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতিবেদনকে ‘একপেশে ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। বিডিনিউজ

নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। উল্টো যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে এ বছরের প্রথম দিকে নানাভাবে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। প্রতিবছর সে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিনা ওয়ারেন্টে অনেক মানুষকে গ্রেফতারও করে। যেসব তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই প্রতিবেদন প্রকাশ করেছে, তার উৎসের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, যাদের তথ্য-উপাত্ত নিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেসব সংগঠন এর আগেই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা এর আগেও বাংলাদেশের পরিস্থিতির ওপর একপেশে রিপোর্ট প্রকাশ করেছে। এ ধরনের প্রতিবেদন বিশ্বব্যাপীই গ্রহণযোগ্যতা হারিয়েছে।

সুতরাং আমরা  কোনোভাবেই এ রিপোর্টকে গ্রহণ করতে পারি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর