করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ বাংলাদেশ টেলিভিশনে (সংসদ টিভি) শ্রেণিভিত্তিক পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে আজ। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ পাঠদান কার্যক্রম চলবে। এরপর দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এগুলো পুনঃপ্রচার করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
সূচি অনুযায়ী আজ সকাল ৯ টা থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ শ্রেণির ইংরেজি, ৯টা ২৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বিজ্ঞান। সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং সকাল ১০টা ১০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিজ্ঞান। এ ছাড়া সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত অষ্টম শ্রেণির গণিত, ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ইংরেজি। বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বেলা ১১ টা ৪০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত গণিত ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতিদিনের ক্লাস শিডিউল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েব সাইটে (www.dshe.gov.bd) পাওয়া যাবে। জানা গেছে, ক্লাস শেষে শিক্ষক বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে। বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে বলে জানা গেছে।