সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

১০ হাজার পিপিই আমদানি নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের জন্য ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষা পোশাক- পিপিই চীন থেকে আমদানি করতে গিয়ে বিপাকে পড়েছেন কয়েকজন ব্যবসায়ী। দেশের খ্যাতনামা এসব ব্যবসায়ী বিনামূল্যে ওই পিপিই চিকিৎসক ও নার্সদের সরবরাহ করতে চেয়েছেন। সেই চিন্তা থেকে তারা দ্রুত এলসি বা ঋণপত্র খুলে ক্রয়াদেশও দিয়েছেন। পিপিইগুলো জরুরি ভিত্তিতে উড়োজাহাজে দেশে আনতে চান তারা। কিন্তু চীনের দুই উড়োজাহাজ কোম্পানি চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স তাদের ভাড়া প্রতিকেজিতে তিন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার করছে। ওই উদ্যোগের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর