বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হুয়াওয়ের এক বছরে আয় বেড়েছে ১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের এক বছরে আয় বেড়েছে ১৯ দশমিক ১ শতাংশ। গতকাল চীনের শেনঝেন শহরে ২০১৯ সালের ব্যবসার নিজস্ব ব্যবসায়িক কর্মকা-ের বাৎসরিক এ প্রতিবেদন প্রকাশ করে হুয়াওয়ে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বব্যাপী কোম্পানিটির বিক্রয় আয়ের পরিমাণ প্রায় ৮৫৮ দশমিক ৮ বিলিয়ন চীনা ইউয়ান বা ১২৩ বিলিয়ন মার্কিন ডলার, অন্যান্য বছরের চেয়ে যা প্রায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি। গত বছর হুয়াওয়ের মোট লাভের পরিমাণ প্রায় ৬২ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান (৮ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার) ছুঁয়েছে। এ ছাড়া পরিচালন কার্যক্রমে প্রতিষ্ঠানটির অর্থ লেনদেনের পরিমাণ সর্বোচ্চ ৯১ দশমিক ৪ বিলিয়ন ইউয়ানে (১২ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে। এ প্রসঙ্গে হুয়াওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরিক যু বলেন, বাইরের নানান চাপ থাকা সত্ত্বেও আমাদের কর্মীরা কেবল গ্রাহকদের জন্য ভালো মানের নতুন পণ্য ও সেবা তৈরির প্রতিই অধিক মনোযোগ দিয়েছে। তাদের শ্রদ্ধা ও আস্থা অর্জনে আমরা এবং সারা বিশ্বে আমাদের অন্য অংশীদারেরা কঠোর পরিশ্রম করেছি। ফলশ্রুতিতে ব্যবসাও ভালো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর