বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রামে ১ মিনিটের বাজার

দুই হাজার পরিবারে সেনাবাহিনীর ফ্রি নিত্যপণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই হাজার পরিবারে সেনাবাহিনীর ফ্রি নিত্যপণ্য

চট্টগ্রামে ১ মিনিটের বাজারের মাধ্যমে গতকাল অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, সবজিসহ ফ্রি নিত্যপণ্য সরবরাহ করে সেনাবাহিনী -বাংলাদেশ প্রতিদিন

কেউ এলেন হুইল চেয়ারে করে, কেউ এলেন হাতলের ওপর ভর করে। তাদের কারও পা নেই, কারও দুই হাত নেই। এমন শারীরিক প্রতিবন্ধীসহ দুই হাজার অসহায় দরিদ্রকে সেনাবাহিনীর ১ মিনিটের বাজার থেকে চাল, ডাল, সবজিসহ ফ্রি নিত্যপণ্য দেওয়া হলো। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের এম এ আজিজ স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীসহ তালিকাভুক্ত দুই হাজার দরিদ্র পরিবারকে ফ্রি সবজি দেয় বাংলাদেশ সেনাবাহিনী।   বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের উদ্যোগে পরিচালিত এ বাজারের জন্য সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুন্ড, রাউজানসহ বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে প্রথমে সবজি কেনা হয়।

পরে এলাকাভিত্তিক দরিদ্র দিনমজুর পরিবারের তালিকা করে ‘১ মিনিটের বাজার’ এর মাধ্যমে এসব সবজি বিতরণ করা হচ্ছে। যে এলাকায় যাদের তালিকা করা হয়, তাদের পাশের কোনো এক সুবিধামতো জায়গায় এ ফ্রি সবজি বাজার বসানো হয়।

সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী বলেন, ‘গতকাল দুই হাজার দরিদ্র পরিবারকে চাল, ডাল, সবজিসহ সাত রকমের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। এখানে কেউ হুইল চেয়ারে করে, কেউ অন্যের সহায়তায় এসেছেন।’

সর্বশেষ খবর