চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমছে। তবে আক্রান্ত ও সুস্থ হওয়ার হার কমেনি। গত এক সপ্তাহে করোনায় গড়ে ২০০ শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। কিন্তু এর বিপরীতে সুস্থ হওয়ার সংখ্যা তুলনামূলক কম। সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২১৭ জন। এর মধ্যে মহানগরে ১৫৪ জন ও উপজেলায় ৬৩ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যান একজন। তবে এর আগের দুই দিন রবি ও সোমবার জেলায় করোনায় মৃত্যু নেই। এর আগের দিন ১১ জুলাই মারা যান দুজন। একজন নগরে ও একজন উপজেলায়। ১০ জুলাই মারা যান দুজন, ৯ জুলাই মারা যান তিনজন, ৮ ও ৭ জুলাই মারা যান ছয়জন করে। ৬ জুলাই তিনজন, ৫ জুলাই ছয়জন, ৪ জুলাই দুজন, ৩ জুলাই মৃত্যু নেই, ২ জুলাই তিনজন ও ১ জুলাই ছয়জনের মৃত্যু হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী বলেন, ‘মৃত্যু কমলে সংক্রমণ কমছে বলা যাবে না। প্রতিদিনই মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই অন্তত আগামী দেড় মাস নমুনা টেস্ট করা অব্যাহত রাখতে হবে। এ ছাড়া আসন্ন কোরবানির ঈদে সবাইকে অবশ্যই সচেতন থাকতে হবে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে যদি কোরবানি পার করা যায়, তাহলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে।’ সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘এক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা কমছে। এটি আমাদের জন্য সুখের। কিন্তু আক্রান্তের হার যেহেতু কমছে না, তাই করোনাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। একই সঙ্গে কোরবানির সময়ও আমাদের সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে।’ জানা যায়, চট্টগ্রামে করোনায় মৃত্যু কমলেও আক্রান্ত ও সুস্থ হওয়ার সংখ্যা কমছে না। ১৪ জুলাই আক্রান্ত হন ১৬৭ জন ও সুস্থ হন ১৬ জন; ১৩ জুলাই আক্রান্ত হন ১৬৭ জন ও সুস্থ হন ১৭ জন; ১২ জুলাই আক্রান্ত হন ১০৭ জন ও সুস্থ হন ৪২ জন; ১১ জুলাই আক্রান্ত হন ১০৫ জন ও সুস্থ হন ৩৭ জন; ১০ জুলাই আক্রান্ত হন ১৯২ জন ও সুস্থ হন ৫ জন; ৯ জুলাই আক্রান্ত হন ১৬২ জন ও সুস্থ হন ১৬ জন; ৮ জুলাই আক্রান্ত হন ২৫৯ জন ও সুস্থ হন ১৮ জন; ৭ জুলাই আক্রান্ত হন ২৯৫ জন ও সুস্থ হন ১৪ জন এবং ৬ জুলাই আক্রান্ত হন ২৯৭ জন ও সুস্থ হন ৪৯ জন।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা