চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমছে। তবে আক্রান্ত ও সুস্থ হওয়ার হার কমেনি। গত এক সপ্তাহে করোনায় গড়ে ২০০ শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। কিন্তু এর বিপরীতে সুস্থ হওয়ার সংখ্যা তুলনামূলক কম। সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২১৭ জন। এর মধ্যে মহানগরে ১৫৪ জন ও উপজেলায় ৬৩ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যান একজন। তবে এর আগের দুই দিন রবি ও সোমবার জেলায় করোনায় মৃত্যু নেই। এর আগের দিন ১১ জুলাই মারা যান দুজন। একজন নগরে ও একজন উপজেলায়। ১০ জুলাই মারা যান দুজন, ৯ জুলাই মারা যান তিনজন, ৮ ও ৭ জুলাই মারা যান ছয়জন করে। ৬ জুলাই তিনজন, ৫ জুলাই ছয়জন, ৪ জুলাই দুজন, ৩ জুলাই মৃত্যু নেই, ২ জুলাই তিনজন ও ১ জুলাই ছয়জনের মৃত্যু হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী বলেন, ‘মৃত্যু কমলে সংক্রমণ কমছে বলা যাবে না। প্রতিদিনই মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই অন্তত আগামী দেড় মাস নমুনা টেস্ট করা অব্যাহত রাখতে হবে। এ ছাড়া আসন্ন কোরবানির ঈদে সবাইকে অবশ্যই সচেতন থাকতে হবে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে যদি কোরবানি পার করা যায়, তাহলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে।’ সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘এক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা কমছে। এটি আমাদের জন্য সুখের। কিন্তু আক্রান্তের হার যেহেতু কমছে না, তাই করোনাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। একই সঙ্গে কোরবানির সময়ও আমাদের সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে।’ জানা যায়, চট্টগ্রামে করোনায় মৃত্যু কমলেও আক্রান্ত ও সুস্থ হওয়ার সংখ্যা কমছে না। ১৪ জুলাই আক্রান্ত হন ১৬৭ জন ও সুস্থ হন ১৬ জন; ১৩ জুলাই আক্রান্ত হন ১৬৭ জন ও সুস্থ হন ১৭ জন; ১২ জুলাই আক্রান্ত হন ১০৭ জন ও সুস্থ হন ৪২ জন; ১১ জুলাই আক্রান্ত হন ১০৫ জন ও সুস্থ হন ৩৭ জন; ১০ জুলাই আক্রান্ত হন ১৯২ জন ও সুস্থ হন ৫ জন; ৯ জুলাই আক্রান্ত হন ১৬২ জন ও সুস্থ হন ১৬ জন; ৮ জুলাই আক্রান্ত হন ২৫৯ জন ও সুস্থ হন ১৮ জন; ৭ জুলাই আক্রান্ত হন ২৯৫ জন ও সুস্থ হন ১৪ জন এবং ৬ জুলাই আক্রান্ত হন ২৯৭ জন ও সুস্থ হন ৪৯ জন।
শিরোনাম
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার